হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪৩ বার্ষিকী উপলক্ষে ইরানি জনগণকে অভিনন্দন জানাতে গিয়ে সুপরিচিত শিয়া ধর্মীয় নেতা এবং সর্বভারতীয় শিয়া কাউন্সিলের জাতীয় মুখপাত্র মাওলানা সৈয়দ জালাল হায়দার নাকভী বলেছেন যে, আজকে ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ
আর বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ইরানকে একটি শক্তিশালী দেশ বানিয়ে বিশ্বের সামনে তুলে ধরেছেন।
ইসলামী বিপ্লবের বিজয় এবং এর সমৃদ্ধিকে ইরানি জাতির মহান অর্জন আখ্যায়িত করে মাওলানা বলেন, বিপ্লবের সাফল্যে ইরানি জনগণের সাহসিকতা ও আনুগত্যের গুরুত্বপূর্ণ ভূমিকাকে এড়ানো যায় না।
ইরানি জনগণ অপরিসীম ত্যাগ স্বীকার করে ইরানি বিপ্লবের শিকড় মজবুত করেছে।
মাওলানা সৈয়দ জালাল নাকভী বলেন, সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনির নেতৃত্বে আজ সারা বিশ্ব ইরানের রাজনৈতিক ও কূটনৈতিক শক্তি ও দূরদর্শিতার লৌহকে স্বীকৃতি দিয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পাঁচটি প্রধান শক্তিকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করেছে।
শিয়া নেতা বলেন, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির দূরদর্শী নেতৃত্ব ইরানের জনগণের মধ্যে যে উদ্যম, উদ্দীপনা ও ত্যাগ জাগিয়ে তুলেছিলেন তা বাঁচিয়ে রেখেছেন।
ইসলামী বিপ্লবের ৪৩ বার্ষিকী উপলক্ষে মাওলানা জালাল নাকভী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি আগা ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন এবং সেই সাথে হুজ্জাতুল ইসলাম মাহদী মাহদাভী পুরকে অভিনন্দন জানিয়েছেন।